পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৩) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আযযা অজাল্লার নিকট নিকৃষ্টতম নাম সেই ব্যক্তির, যে নিজের নাম রাখে রাজাধিরাজ।
’সুফয়ান ইবনে উয়াইনা বলেন, ’মালিকুল আমলাক’ যেমন ’শাহানশাহ’।
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللهِ ـ عَزَّ وَجَلَّ ـ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ متفق عليه قَالَ سُفيانُ بن عُيَيْنَةَ مَلِكُ الأَمْلاَكِ مِثْلُ : شَاهِنْ شَاهِ
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৪) বুরাইদা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিককে ’সর্দার’ বলো না। কেননা, সে যদি তোমাদের ’সর্দার’ হয়, তাহলে তোমরা (অজ্ঞাতসারে) তোমাদের মহামহিমাম্বিত প্রতিপালককে অসন্তুষ্ট ক’রে ফেলবে। (আবূ দাঊদ ৪৯৭৯, বিশুদ্ধ সূত্রে)
অন্য এক বর্ণনায় আছে, যখন কেউ মুনাফেককে ’স্যার’ বলে, তখন সে তার প্রতিপালককে ক্রোধান্বিত করে। (হাকেম ৭৮৬৫, বাইহাক্বীর শুআবুল ঈমান ৫২২০, সহীহুল জামে’ ৭২৪, সিলসিলাহ সহীহাহ ১৩৮৯)
عَنْ بُريَدَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّداً فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ ـ عَزَّ وَجَلَّ ـ رواه أبو داود بإسنادٍ صحيح
وفي رواية إذا قَالَ الرجلُ للمنافقِ يا سيدُ فقد أغضب ربَّه
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৫) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে অবশ্যই কেউ যেন ’আমার আত্মা খবীস হয়ে গেছে’ না বলে। তবে বলতে পারে যে, ’আমার অন্তর কলুষিত হয়ে গেছে। (বুখারী ৬১৭৯, মুসলিম ৬০১৫)
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ : خَبُثَتْ نَفْسي وَلكِنْ لِيَقُلْ : لَقِسَتْ نَفْسي متفق عليه
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৬) আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আঙ্গুরের নাম ’কারম’ (বদান্য) রেখো না। কেননা, ’কারম’ (বদান্য) তো মুসলিম হয়। (বুখারী ৬১৮৩, মুসলিম ৬০০৪)
অন্য এক বর্ণনায় আছে, ’’কারম’ (বদান্য) তো মু’মিনের হৃদয়।’’ বুখারী ও মুসলিমের অপর এক বর্ণনা মতেঃ লোকে (আঙ্গুরকে) ’কারম’ (বদান্য) বলে। ’কারম’ (বদান্য) তো কেবল মু’মিনের হৃদয়। (মুসলিম ৬০০৫)
عَنْ أَبِـيْ هُرَيرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ تُسَمُّوا العِنَبَ الكَرْمَ فَإنَّ الكَرْمَ المُسْلِمُ متفق عليه وهٰذَا لفظ مسلم وفي رواية فَإنَّمَا الكَرْمُ قَلْبُ المُؤمِنِ وفي رواية للبخاري ومسلم يَقُولُونَ الكَرْمُ إنَّمَا الكَرْمُ قَلْبُ المُؤْمِنِ
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৭) ওয়ায়েল ইবনে হুজর (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আঙ্গুরকে ’করম’ বলো না। বরং ’ইনাব’ ও ’হাবালাহ’ বল। (মুসলিম ৬০১০)
বলাই বাহুল্য যে, যে শব্দ প্রয়োগে শরয়ী বাধা আছে, তা বর্জন করা বাঞ্ছনীয়। যেমন, রামধনু, বিশ্বব্রহ্মাণ্ড, দৈবাৎক্রমে, দেবর, লক্ষমী মেয়ে, হরিলুট ইত্যাদি।
وَعَنْ وَائِلِ بنِ حُجْرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لاَ تَقُولُوا : الكَرْمُ وَلَكِنْ قُولُوا : العِنَبُ وَالحَبَلَةُ رواه مسلم
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৮) হুযাইফাহ ইবনে ইয়ামান (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ’আল্লাহ ও অমুক যা চায় (তাই হবে)’ বলো না, বরং বলো, ’আল্লাহ যা চান, তারপর অমুক যা চায় (তাই হবে)। (আবূ দাঊদ ৪৯৮২, বিশুদ্ধ সূত্রে)
عَنْ حُذَيْفَةَ بنِ اليَمَانِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لاَ تَقُولُوا : مَا شَاءَ اللهُ وَشَاءَ فُلاَنٌ ؛ وَلَكِنْ قُولُوا : مَا شَاءَ اللهُ ثُمَّ شَاءَ فُلاَنٌ رواه أبو داود بإسناد صحيح
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৯) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’যে ব্যক্তি (গর্বভরে) বলে, লোকেরা সব ধ্বংস হয়ে গেল, সে তাদের মধ্যে সর্বাধিক বেশি ধ্বংসোন্মুখ।’’ (মুসলিম ৬৮৫০)
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ إِذَا قَالَ الرَّجُلُ : هَلَكَ النَّاسُ فَهُوَ أَهْلَكُهُمْ رواه مسلم
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০০) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম ক’রে বলে, ’লাত ও উয্যার কসম’, সে যেন ’লা ইলাহা ইল্লাল্লাহ’ বলে। আর যে ব্যক্তি তার সঙ্গীকে বলে, ’এস তোমার সাথে জুয়া খেলি’, সে যেন সাদকাহ করে।
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مَنْ حَلَفَ فَقَالَ في حَلِفِهِ : بِاللاَّتِ وَالعُزَّى فَلْيَقُلْ : لاَ إلَهَ إلاَّ اللهُ وَمَنْ قَالَ لِصَاحِبهِ : تَعَالَ أُقَامِرْكَ فَلْيَتَصَدَّقْ متفق عليه
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০১) বুরাইদা (রাঃ) কর্তৃক বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম খেয়ে বলল যে, ’আমি ইসলাম হতে (দায়) মুক্ত।’ অতঃপর যদি (তাতে) সে মিথ্যাবাদী হয়, তাহলে তেমনি হবে, যেমন সে বলেছে। আর যদি সে (তাতে) সত্যবাদী হয়, তাহলে নিখুঁতভাবে ইসলামে কখনোই ফিরতে পারবে না।
وَعَنْ بُريدَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ حَلَفَ فَقَالَ : إِنِّي بَرِيءٌ مِنَ الإِسْلاَمِ فَإِنْ كَانَ كَاذِباً، فَهُوَ كَمَا قَالَ وَإِنْ كَانَ صَادِقاً فَلَنْ يَرْجِعَ إِلَى الإِسْلاَمِ سَالِماً رواه أَبُو داود
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০২) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন (দাসকে) তোমার ’রবব’ বা প্রতিপালককে খাওয়াও, তোমার ’রবব’ বা প্রতিপালককে ওযূ করাও, তোমার ’রবব’ বা প্রতিপালককে পান করাও না বলে। তোমাদের কেউ যেন (নিজের মনিবকে) আমার ’রবব’ বা প্রতিপালক না বলে। বরং সে যেন ’সাইয়িদী’ ও ’মাওলাইয়া’ বলে। তোমাদের কেউ যেন আমার ’আব্দ্’, আমার ’আমাহ’ না বলে। বরং সে যেন আমার ’ফাতা, ফাতাহ, বা গুলাম’ বলে।
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ يَقُلْ أَحَدُكُمُ اسْقِ رَبَّكَ أَطْعِمْ رَبَّكَ وَضِّئْ رَبَّكَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ رَبِّى وَلْيَقُلْ سَيِّدِى مَوْلاَىَ وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِى أَمَتِى وَلْيَقُلْ فَتَاىَ فَتَاتِى غُلاَمِى
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০৩) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (দেহমনে) সবল মু’মিন আল্লাহর নিকট দুর্বল মু’মিন অপেক্ষা বেশী প্রিয়। আর প্রত্যেকের মধ্যে কল্যাণ রয়েছে। তুমি ঐ জিনিসে যত্নবান হও, যাতে তোমার উপকার আছে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর ও উৎসাহহীন হয়ো না। যদি তোমার কিছু ক্ষতি হয়, তাহলে এ কথা বলো না যে, ’যদি আমি এ রকম করতাম, তাহলে এ রকম হত।’ বরং বলো, ’আল্লাহর (লিখিত) ভাগ্য এবং তিনি যা চেয়েছেন তাই করেছেন।’ কারণ, ’যদি’ (শব্দ) শয়তানের কাজের দুয়ার খুলে দেয়।
عَنْ أَبِـيْ هُرَيرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ الله ﷺ المُؤْمِنُ القَوِيُّ خَيرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ المُؤْمِنِ الضَّعيفِ وَفي كُلٍّ خَيرٌ احْرِصْ عَلَى مَا يَنْفَعُكَ واسْتَعِنْ بِاللهِ وَلاَ تَعْجَزْ وَإنْ أَصَابَكَ شَيءٌ فَلاَ تَقُلْ لَوْ أنّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا وَلَكِنْ قُلْ : قَدرُ اللّهِ وَمَا شَاءَ فَعلَ ؛ فإنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيطَانِ رواه مسلم
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০৪) যায়েদ ইবনে খালেদ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, একদা হুদাইবিয়াতে রাতে বৃষ্টি হলে আমাদেরকে ফজরের নামায পড়ানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের দিকে মুখ করে বসে বললেন, তোমরা জান কি, তোমাদের প্রতিপালক কী বলেন? সকলে বলল, ’আল্লাহ ও তদীয় রসূল ভাল জানেন।’ তিনি বললেন, ’’আল্লাহ বলেন, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা মু’মিন হয়ে ও কিছু কাফের হয়ে প্রভাত করেছে। সুতরাং যে ব্যক্তি বলেছে যে, ’আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ায় আমাদের উপর বৃষ্টি হল’, সে তো আল্লাহর প্রতি বিশ্বাসী (মু’মিন)ও নক্ষত্রের প্রতি অবিশ্বাসী (কাফের)। আর যে ব্যক্তি বলেছে যে, ’অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের উপর বৃষ্টি হল’, সে তো আল্লাহর প্রতি অবিশ্বাসী (কাফের) এবং নক্ষত্রের প্রতি বিশ্বাসী (মু’মিন)।
عَنْ زَيدِ بنِ خَالِدٍ قَالَ : صَلَّى بِنَا رَسُوْلُ اللهِ ﷺ صَلاَةَ الصُّبْحِ بِالحُدَيْبِيَّةِ فِي إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ فَلَمَّا انْصَرَفَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ هَلْ تَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ ؟ قَالَوا : اللهُ وَرَسُوْلُهُ أَعْلَمُ قَالَ قَالَ : أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي وَكَافِرٌ فَأَمَّا مَنْ قَالَ : مُطِرْنَا بِفَضْلِ اللهِ وَرَحْمَتِهِ فَذٰلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالكَوْكَبِ وَأَمَّا مَنْ قَالَ مُطِرْنَا بِنَوءِ كَذَا وَكَذَا فَذٰلِكَ كَافِرٌ بِي مُؤْمِنٌ بِالكَوْكَبِ متفق عليه
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০৫) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের ইসলামের সৌন্দর্য (অর্থাৎ তার উত্তম মুসলিম হওয়ার একটি চিহ্ন) হল অনর্থক (কথা ও কাজ) বর্জন করা।
عَنْ أَبِـيْ هُرَيرَةَ قَالَ : قَالَ رَسُول الله ﷺ مِنْ حُسْنِ إسْلامِ المَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ حديث حسن رواه الترمذي وغيرُه
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০৬) মুগীরা বিন শু’বা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন, (ঘৃণিত করেছেন এবং আমি নিষিদ্ধ করছি) তিনটি কর্মঃ জনরবে থাকা, অধিক প্রশ্ন করা এবং সম্পদ অপচয় করা।
عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ قَالَ النَّبِـيُّ ﷺ إِنَّ اللهَ كَرِهَ لَكُمْ ثَلَاثًا قِيلَ وَقَالَ وَإِضَاعَةَ الْمَالِ وَكَثْرَةَ السُّؤَالِ
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০৭) আবূ মাসঊদ আনসারী (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরা মনে করে’ (এই বলে কোন কথা প্রচার করা) মানুষের কত নিকৃষ্ট অসীলা!
عَنْ أَبِى مَسْعُودٍ الأنصاري قَالَ قَالَ رسول الله ﷺ بِئْسَ مَطِيَّةُ الرَّجُلِ زَعَمُوا
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০৮) আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাউকে ’আল্লাহকে ভয় কর’ বলা হয় তখন ঐ ব্যক্তির, ’নিজের চরকায় তেল দাও’ বলা আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণিত কথা।’
عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ وَإِنَّ أَبْغَضَ الْكَلَامِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَقُوْلَ الْرَجُلُ لِلرَّجُلِ : اِتَّقِ اللهَ فَيَقُوْلُ : عَلَيْكَ بِنَفْسِكَ