কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৯৯৪
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৪) বুরাইদা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিককে ’সর্দার’ বলো না। কেননা, সে যদি তোমাদের ’সর্দার’ হয়, তাহলে তোমরা (অজ্ঞাতসারে) তোমাদের মহামহিমাম্বিত প্রতিপালককে অসন্তুষ্ট ক’রে ফেলবে। (আবূ দাঊদ ৪৯৭৯, বিশুদ্ধ সূত্রে)
অন্য এক বর্ণনায় আছে, যখন কেউ মুনাফেককে ’স্যার’ বলে, তখন সে তার প্রতিপালককে ক্রোধান্বিত করে। (হাকেম ৭৮৬৫, বাইহাক্বীর শুআবুল ঈমান ৫২২০, সহীহুল জামে’ ৭২৪, সিলসিলাহ সহীহাহ ১৩৮৯)
* (কোন মুনাফিক, কাফের, পাপী ও বিদআতী মানুষকে সাইয়েদ, মালিক, লর্ড, মহাশয়, স্যার, প্রভু, কর্তা, সর্দারজী প্রভৃতি দ্বারা সম্বোধন করা নিষেধ।)
عَنْ بُريَدَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ لاَ تَقُولُوا لِلْمُنَافِقِ سَيِّدٌ، فَإِنَّهُ إِنْ يَكُ سَيِّداً فَقَدْ أَسْخَطْتُمْ رَبَّكُمْ ـ عَزَّ وَجَلَّ ـ رواه أبو داود بإسنادٍ صحيح وفي رواية إذا قَالَ الرجلُ للمنافقِ يا سيدُ فقد أغضب ربَّه