২৯৯৮

পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা

(২৯৯৮) হুযাইফাহ ইবনে ইয়ামান (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ’আল্লাহ ও অমুক যা চায় (তাই হবে)’ বলো না, বরং বলো, ’আল্লাহ যা চান, তারপর অমুক যা চায় (তাই হবে)। (আবূ দাঊদ ৪৯৮২, বিশুদ্ধ সূত্রে)

عَنْ حُذَيْفَةَ بنِ اليَمَانِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لاَ تَقُولُوا : مَا شَاءَ اللهُ وَشَاءَ فُلاَنٌ ؛ وَلَكِنْ قُولُوا : مَا شَاءَ اللهُ ثُمَّ شَاءَ فُلاَنٌ رواه أبو داود بإسناد صحيح


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ