হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩০০৮
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(৩০০৮) আব্দুল্লাহ বিন মাসঊদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাউকে ’আল্লাহকে ভয় কর’ বলা হয় তখন ঐ ব্যক্তির, ’নিজের চরকায় তেল দাও’ বলা আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণিত কথা।’
(শুআবুল ঈমান, বাইহাক্বী ৬৩০, সিলসিলাহ সহীহাহ ২৫৯৮)
عَنْ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ وَإِنَّ أَبْغَضَ الْكَلَامِ إِلَى اللهِ عَزَّ وَجَلَّ أَنْ يَقُوْلَ الْرَجُلُ لِلرَّجُلِ : اِتَّقِ اللهَ فَيَقُوْلُ : عَلَيْكَ بِنَفْسِكَ