২৯৯৩

পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা

(২৯৯৩) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আযযা অজাল্লার নিকট নিকৃষ্টতম নাম সেই ব্যক্তির, যে নিজের নাম রাখে রাজাধিরাজ।

’সুফয়ান ইবনে উয়াইনা বলেন, ’মালিকুল আমলাক’ যেমন ’শাহানশাহ’।

وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللهِ ـ عَزَّ وَجَلَّ ـ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ متفق عليه قَالَ سُفيانُ بن عُيَيْنَةَ مَلِكُ الأَمْلاَكِ مِثْلُ : شَاهِنْ شَاهِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ