পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৮) হুযাইফাহ ইবনে ইয়ামান (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ’আল্লাহ ও অমুক যা চায় (তাই হবে)’ বলো না, বরং বলো, ’আল্লাহ যা চান, তারপর অমুক যা চায় (তাই হবে)। (আবূ দাঊদ ৪৯৮২, বিশুদ্ধ সূত্রে)
عَنْ حُذَيْفَةَ بنِ اليَمَانِ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لاَ تَقُولُوا : مَا شَاءَ اللهُ وَشَاءَ فُلاَنٌ ؛ وَلَكِنْ قُولُوا : مَا شَاءَ اللهُ ثُمَّ شَاءَ فُلاَنٌ رواه أبو داود بإسناد صحيح
عن حذيفة بن اليمان عن النبي ﷺ قال لا تقولوا : ما شاء الله وشاء فلان ؛ ولكن قولوا : ما شاء الله ثم شاء فلان رواه ابو داود باسناد صحيح
* (এবং বা ও যোগ করে বললে আল্লাহর ইচ্ছার সঙ্গে সৃষ্টির ইচ্ছাকে একাকার করে দেওয়া হয়। যেহেতু আল্লাহ একাই যা চান, তাই হয়ে থাকে। পক্ষান্তরে তাঁর চাওয়ার পরে কারো চাওয়ার কথাকে প্রকাশ করতে হলে, ‘তারপর’ বা ‘অতঃপর’ বলে সংযোগ করতে হবে।)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হুযায়ফাহ ইবন আল-ইয়ামান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব