কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২৯৯৭
পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা
(২৯৯৭) ওয়ায়েল ইবনে হুজর (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আঙ্গুরকে ’করম’ বলো না। বরং ’ইনাব’ ও ’হাবালাহ’ বল। (মুসলিম ৬০১০)
** আঙ্গুরকে আরবী ভাষায় ‘ইনাব’ ও ‘হাবালাহ’ বলা হয়। এর উৎকৃষ্টতা ও উপকারিতার জন্য লোকে সম্মানের সাথে তাকে ‘করম’ (বদান্য) নামে আখ্যায়িত করত। অথচ এ বিশেষণের অধিকারী একমাত্র মু’মিন মানুষ। তাই এই নিষেধাজ্ঞা।
বলাই বাহুল্য যে, যে শব্দ প্রয়োগে শরয়ী বাধা আছে, তা বর্জন করা বাঞ্ছনীয়। যেমন, রামধনু, বিশ্বব্রহ্মাণ্ড, দৈবাৎক্রমে, দেবর, লক্ষমী মেয়ে, হরিলুট ইত্যাদি।
وَعَنْ وَائِلِ بنِ حُجْرٍ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لاَ تَقُولُوا : الكَرْمُ وَلَكِنْ قُولُوا : العِنَبُ وَالحَبَلَةُ رواه مسلم