পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২০) আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় তিনবার দম নিতেন। (অর্থাৎ তিনি পান পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ফেলতেন।)
عَن أَنَسٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ يَتَنَفَّسُ فِـي الشَّرَابِ ثَلاَثًا متفق عَلَيْهِ
পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২১) আবূ ক্বাতাদা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান পাত্রে নিঃশ্বাস ফেলতে নিষেধ করেছেন।
وَعَنْ أَبِـيْ قَتَادَة أَنَّ النَّـبِـيَّ ﷺ نَهٰـى أنْ يُّـتَـنَـفَّـسَ فِـي الْإِنَاءِ متفق عَلَيْهِ
পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২২) আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, এতে বেশী তৃপ্তি আসে বা পিপাসা নিবারণ হয়, পিপাসার কষ্ট থেকে অথবা কোন ব্যাধি সৃষ্টির হাত থেকে বেশী পরিমাণে বাঁচা যায় এবং হজম, পরিপাক ও দেহের উপকার বেশী হয়।
عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَتَنَفَّسُ فِـى الشَّرَابِ ثَلاَثًا وَيَقُوْلُ إِنَّهُ أَرْوٰى وَأَبْرَأُ وَأَمْرَأُ
পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২৩) আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পানি মিশ্রিত দুধ আনা হল। (তখন) তাঁর ডান দিকে এক বেদুঈন ছিল ও বাম দিকে আবূ বকর (রাঃ) (বসে) ছিলেন। বস্তুতঃ তিনি তা পান করে বেদুঈনকে দিলেন এবং বললেন, ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে, তারপর তার ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে।
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أُتِـيَ بِلَبَنٍ قَدْ شِيْبَ بِمَاءٍ وَعَن يَمِيْنِهِ أعْرَابيٌّ وَعَنْ يَسَارِهِ أَبُوْ بَكْرٍ فَشَرِبَ ثُمَّ أعْطَى الْأَعْرَابيَّ وَقَالَ اَلأَيْمَنُ فَالْأَيْمَنُ متفق عَلَيْهِ
পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২৪) সাহল ইবনে সা’দ (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে শরবত পরিবেশন করা হল। তিনি তা থেকে পান করলেন। আর তাঁর ডান দিকে ছিল একটি বালক। আর বাম দিকে ছিল কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটিকে বললেন, ’’তুমি কি আমাকে অনুমতি দেবে, আমি ঐ বয়স্ক লোকগুলিকে আগে পান করতে দিই?’’ বালকটি বলল, ’আল্লাহর কসম! আপনার কাছ থেকে আমার ভাগে আসা জিনিসের ক্ষেত্রে আমি কাউকে আমার উপর অগ্রাধিকার দেব না।’ বর্ণনাকারী বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পেয়ালাটি তার হাতে তুলে দিলেন।’ (বুখারী ২৬০৫, মুসলিম ৫৪১২)
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ مِنْهُ وَعَن يَمِينِهِ غُلاَمٌ وَعَن يَسَارِهِ أَشْيَاخٌ فَقَالَ لِلغُلاَمِ أتَأْذَنُ لِي أنْ أُعْطِيَ هؤُلاَءِ ؟ فَقَالَ الغُلامُ : لاَ وَاللهِ لاَ أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَداً فَتَلَّهُ رَسُوْلُ اللهِ ﷺ فِي يَدِهِ متفقٌ عَلَيْهِ