পরিচ্ছেদঃ মশক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দনীয়, তবে তা হারাম নয়

(৩১২৫) আবূ সাঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখ বাঁকিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।

عَنْ أَبِـيْ سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : نَهٰـى رَسُوْلُ اللهِعَنِ اخْتِنَاثِ الأَسْقِيَةِ يعني : أن تُكْسَرَ أفْواهُها وَيُشْرَبَ مِنْهَا متفق عَلَيْهِ

عن ابـي سعيد الخدري قال : نهـى رسول اللهعن اختناث الاسقية يعني : ان تكسر افواهها ويشرب منها متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ মশক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দনীয়, তবে তা হারাম নয়

(৩১২৬) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন।

وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ قَالَ : نَهٰـى رَسُوْلُ اللهِأن يُشْرَبَ مِنْ فِيِّ السِّقَاءِ أَوِ الْقِرْبَةِ متفق عَلَيْهِ

وعن ابـي هريرة قال : نهـى رسول اللهان يشرب من في السقاء او القربة متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ মশক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দনীয়, তবে তা হারাম নয়

(৩১২৭) উম্মে সাবেত কাবশাহ বিনতে সাবেত, হাসসান ইবনে সাবেতের ভগিনী (রাযিয়াল্লাহু আনহুমা) হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট এলেন এবং একটি ঝুলন্ত মশকের মুখ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলেন। সুতরাং আমি উঠে তার মুখটা কেটে নিলাম। (তিরমিযী ১৮৯২, মিসকাত-৪২৮১, সহীহ সনদে)

وَعَنْ أُمِّ ثَابِتٍ كَبْشَةَ بِنتِ ثَابِتٍ أُخْتِ حَسَّانَ بنِ ثَابِتٍ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَتْ : دَخَلَ عَلَيَّ رَسُوْلُ اللهِفَشَرِبَ مِنْ فيِّ قِرْبَةٍ مُعَلَّقَةٍ قَائِماً فَقُمْتُ إِلَى فِيهَا فَقَطَعْتُهُ رواه الترمذي وقال حديث حسن صحيح

وعن ام ثابت كبشة بنت ثابت اخت حسان بن ثابت رضي الله عنهما قالت : دخل علي رسول اللهفشرب من في قربة معلقة قاىما فقمت الى فيها فقطعته رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব
দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে