কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩১২২
পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২২) আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করার সময় তিনবার শ্বাস নিতেন এবং বলতেন, এতে বেশী তৃপ্তি আসে বা পিপাসা নিবারণ হয়, পিপাসার কষ্ট থেকে অথবা কোন ব্যাধি সৃষ্টির হাত থেকে বেশী পরিমাণে বাঁচা যায় এবং হজম, পরিপাক ও দেহের উপকার বেশী হয়।
(মুসলিম ৫৪০৬ প্রমুখ)
عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُوْلُ اللهِ ﷺ يَتَنَفَّسُ فِـى الشَّرَابِ ثَلاَثًا وَيَقُوْلُ إِنَّهُ أَرْوٰى وَأَبْرَأُ وَأَمْرَأُ