৩১২০

পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা

(৩১২০) আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় তিনবার দম নিতেন। (অর্থাৎ তিনি পান পাত্রের বাইরে তিনবার নিঃশ্বাস ফেলতেন।)

عَن أَنَسٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ كَانَ يَتَنَفَّسُ فِـي الشَّرَابِ ثَلاَثًا متفق عَلَيْهِ

عن انس ان رسول الله ﷺ كان يتنفس فـي الشراب ثلاثا متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব