কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩১২৩
পরিচ্ছেদঃ পান করার আদব-কায়দা
(৩১২৩) আনাস (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট পানি মিশ্রিত দুধ আনা হল। (তখন) তাঁর ডান দিকে এক বেদুঈন ছিল ও বাম দিকে আবূ বকর (রাঃ) (বসে) ছিলেন। বস্তুতঃ তিনি তা পান করে বেদুঈনকে দিলেন এবং বললেন, ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে, তারপর তার ডান দিকের ব্যক্তির অগ্রাধিকার রয়েছে।
(বুখারী ৫৬১৯, মুসলিম ৫৪০৮)
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أُتِـيَ بِلَبَنٍ قَدْ شِيْبَ بِمَاءٍ وَعَن يَمِيْنِهِ أعْرَابيٌّ وَعَنْ يَسَارِهِ أَبُوْ بَكْرٍ فَشَرِبَ ثُمَّ أعْطَى الْأَعْرَابيَّ وَقَالَ اَلأَيْمَنُ فَالْأَيْمَنُ متفق عَلَيْهِ