৮৪:১৭ وَ الَّیۡلِ وَ مَا وَسَقَ ﴿ۙ۱۷﴾
و الیل و ما وسق ﴿۱۷﴾
আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার। আল-বায়ান
আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার, তাইসিরুল
এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার, মুজিবুর রহমান
And [by] the night and what it envelops Sahih International
১৭. আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
-
তাফসীরে জাকারিয়া১৭। এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে [1] তার শপথ।
[1] অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়। অর্থাৎ, রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়।
তাফসীরে আহসানুল বায়ান