কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৪ সূরাঃ আল-ইনশিকাক | Al-Inshiqaq | سورة الإنشقاق - আয়াত নং - ১৭ - মাক্কী

৮৪ : ১৭ وَ الَّیۡلِ وَ مَا وَسَقَ ﴿ۙ۱۷﴾

আর রাতের কসম এবং রাত যা কিছুর সমাবেশ ঘটায় তার। আল-বায়ান

আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার, তাইসিরুল

এবং রাতের, আর ওটা যা কিছুর সমাবেশ ঘটায় তার, মুজিবুর রহমান

And [by] the night and what it envelops Sahih International

১৭. আর শপথ রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,

-

তাফসীরে জাকারিয়া

১৭। এবং রজনীর আর তাতে যা কিছুর সমাবেশ ঘটে [1] তার শপথ।

[1] অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা ও বাসস্থানে জমা ও সমাবিষ্ট হয়। অর্থাৎ, রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়।

তাফসীরে আহসানুল বায়ান