৮৪:১৮ وَ الۡقَمَرِ اِذَا اتَّسَقَ ﴿ۙ۱۸﴾
و القمر اذا اتسق ﴿۱۸﴾
আর চাঁদের কসম, যখন তা পরিপূর্ণ হয়। আল-বায়ান
আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়, তাইসিরুল
এবং শপথ চন্দ্রের যখন ওটা পরিপূর্ণ হয়, মুজিবুর রহমান
And [by] the moon when it becomes full Sahih International
১৮. এবং শপথ চাঁদের, যখন তা পূর্ণ হয়;
-
তাফসীরে জাকারিয়া১৮। এবং শপথ চন্দ্রের যখন তা পরিপূর্ণ হয়। [1]
[1] إذا اتسق এর অর্থ হল, যখন সে পূর্ণিমাতে পরিপূর্ণতা লাভ করে। যেমন ১৩ তারীখের রাত্রি থেকে নিয়ে ১৬ তারীখের রাত্রি পর্যন্ত তার উক্ত অবস্থা বিদ্যমান থাকে।
তাফসীরে আহসানুল বায়ান