পরিচ্ছেদঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তার হুকুম

১৩৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে উহা পবিত্র করার জন্য সাতবার ধৌত করবে।

باب إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا

১৩৬ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا. (بخارى:১৭২)

১৩৬ـ عن ابي هريرة ان رسول الله قال اذا شرب الكلب في اناء احدكم فليغسله سبعا. (بخارى:১৭২)

If a dog drinks from the utensil of any one of you then it is essential to wash it seven times


Narrated Abu Huraira:

Allah's Messenger (ﷺ) said, "If a dog drinks from the utensil of anyone of you it is essential to wash it seven times."


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')

পরিচ্ছেদঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তার হুকুম

১৩৭) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যামানায় মসজিদে কুকুর আসা-যাওয়া করত এবং তাতে পেশাব করত। এতে সাহাবীগণ মসজিদে পানি ছিটাতেন না বা পেশাবের স্থান ধৌত করতেন না।

টিকাঃ এটি ইসলামের প্রথম যুগের ঘটনা। তখন মসজিদ পাকা ছিলনা। সে জন্য বালু ও কাঁচা মাটি পেশাব চুষে নিত। তাই ধৌত করার প্রয়োজন হতনা। পরবর্তীতে যখন মসজিদের অবস্থার উন্নতি হল তখন থেকে মসজিদের পবিত্রতা রক্ষা করার লক্ষ্যে বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে।

باب إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا

১৩৭ـ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: كَانَتِ الْكِلابُ تَبُولُ وَتُقْبِلُ وَتُدْبِرُ فِي الْمَسْجِدِ فِي زَمَانِ رَسُولِ اللَّهِ ، فَلَمْ يَكُونُوا يَرُشُّونَ شَيْئًا مِنْ ذَلِكَ.

১৩৭ـ عن عبد الله بن عمر رضي الله عنهما قال: كانت الكلاب تبول وتقبل وتدبر في المسجد في زمان رسول الله ، فلم يكونوا يرشون شيىا من ذلك.

If a dog drinks from the utensil of any one of you then it is essential to wash it seven times


And narrated Hamza bin 'Abdullah:
My father said. "During the lifetime of Allah's Apostle, the dogs used to urinate, and pass through the mosques (come and go), nevertheless they never used to sprinkle water on it (urine of the dog.)"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে