পরিচ্ছেদঃ যে পানি দ্বারা মানুষের চুল ধৌত করা হয় তার হুকুম

১৩৫) আনাস (রাঃ) হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মাথার চুল কামালেন, তখন আবু তালহা (রাঃ) প্রথম তাঁর চুল মোবারক গ্রহণ করেছেন।

টিকাঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবদ্দশায় তাঁর চুল, দাড়ি, ব্যবহৃত পোষাক, অযুর পানি এবং তাঁর অন্যান্য উচ্ছিষ্ট বস্ত্ত দ্বারা বরকত গ্রহণ করা জায়েয ছিল। তাঁর মৃত্যুর পর এটি রহিত হয়ে গেছে।

باب الْمَاءِ الَّذِي يُغْسَلُ بِهِ شَعَرُ الإِنْسَانِ

১৩৫ـ وَعَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ لَمَّا حَلَقَ رَأْسَهُ، كَانَ أَبُو طَلْحَةَ أَوَّلَ مَنْ أَخَذَ مِنْ شَعَرِهِ. (بخارى:১৭১)

১৩৫ـ وعنه: ان رسول الله لما حلق راسه، كان ابو طلحة اول من اخذ من شعره. (بخارى:১৭১)

What is said regarding the water with which human hair has been washed


Narrated Anas:

When Allah's Messenger (ﷺ) got his head shaved, Abu- Talha was the first to take some of his hair.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء) Ablutions (Wudu')