পরিচ্ছেদঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তার হুকুম
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ১৩৬, আন্তর্জাতিক নাম্বারঃ ১৭২
১৩৬) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে উহা পবিত্র করার জন্য সাতবার ধৌত করবে।
باب إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا
১৩৬ـ عَنْ أَبِي هُرَيْرَةَ أنَّ رَسُولَ اللَّهِ قَالَ إِذَا شَرِبَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعًا. (بخارى:১৭২)
১৩৬ـ عن ابي هريرة ان رسول الله قال اذا شرب الكلب في اناء احدكم فليغسله سبعا. (بخارى:১৭২)
ইসলামিক ফাউন্ডেশনঃ ১৭৩
ইসলামিক সেন্টারঃ ১৬৮
ইসলামিক সেন্টারঃ ১৬৮
If a dog drinks from the utensil of any one of you then it is essential to wash it seven times
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) said, "If a dog drinks from the utensil of anyone of you it is essential to wash it seven times."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৪. কিতাবুল অযু (كتاب الوضوء)