পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৭৭(১). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রের মধ্যে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধৌত করে। হাদীসটি সহীহ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، نَا عَبَّاسُ بْنُ الْوَلِيدِ النَّرْسِيُّ ، نَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ ، نَا الْأَعْمَشُ ، نَا أَبُو صَالِحٍ وَأَبُو رَزِينٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ ، فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ " . صَحِيحٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৭৮(২). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পাত্রের মধ্যে কুকুর মুখ দিলে সে যেন পাত্রের জিনিস ফেলে দেয় এবং পাত্রটি সাতবার ধৌত করে। হাদীসটি সহীহ, এর সনদ সূত্র হাসান (উত্তম) এবং এর সমস্ত রাবী নির্ভরযোগ্য।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، نَا إِسْمَاعِيلُ بْنُ خَلِيلٍ ، نَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ وَأَبِي رَزِينٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيُهْرِقْهُ ، وَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ " . صَحِيحٌ ، إِسْنَادُهُ حَسَنٌ ، وَرُوَاتُهُ كُلُّهُمْ ثِقَاتٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৭৯(৩). আল-মুহামিলী (রহঃ)... আবু হুরায়রা (রাঃ) থেকে কুকুর পাত্রের মধ্যে মুখ দেয়ার বিষয়ে বর্ণিত, তিনি বলেন, পাত্রের মধ্যকর বন্ধু ফেলে দিতে হবে এবং পাত্রটি সাতবার ধৌত করতে হবে। হাদীসটি সহীহ কিন্তু মাওকুফ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا الْمَحَامِلِيُّ ، نَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ، نَا عَارِمٌ ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، فِي الْكَلْبِ يَلَغُ فِي الْإِنَاءِ ، قَالَ : يُهْرَاقُ وَيُغْسَلُ سَبْعَ مَرَّاتٍ . صَحِيحٌ مَوْقُوفٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮০(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে তা সাতবার ধৌত করলে পবিত্র হবে। তবে প্রথমবার মাটি দিয়ে ঘষতে হবে।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا يَزِيدُ بْنُ سِنَانِ بْنِ يَزِيدَ ، نَا خَالِدُ بْنُ يَحْيَى الْهِلَالِيُّ ، نَا سَعِيدٌ ، عَنْ قَتَادَةَ ، عَنِ الْحَسَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، وَيُونُسَ ، عَنِ الْحَسَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " طُهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ الْكَلْبُ فِيهِ أَنْ يُغْسَلُ سَبْعَ مَرَّاتٍ ، الْأُولَى بِالتُّرَابِ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮১(৫). ইবনে সায়েদ (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে তা সাতবার ধৌত করলে পবিত্র হবে। তবে প্রথমবার মাটি দিয়ে ঘষতে হবে।
আল-আওযাঈ (রহঃ) ইবনে সীরীনের অসুস্থাবস্থায় তার সাথে দেখা করেন, কিন্তু তার থেকে হাদীস শুনেননি।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
نَا ابْنُ صَاعِدٍ ، نَا بَحْرُ بْنُ نَصْرٍ ، نَا بِشْرُ بْنُ بَكْرٍ ، نَا الْأَوْزَاعِيُّ ، عَنِ ابْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " طُهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ ، أُولَاهُنَّ بِالتُّرَابِ " . الْأَوْزَاعِيُّ دَخَلَ عَلَى ابْنِ سِيرِينَ فِي مَرَضِهِ ، وَلَمْ يَسْمَعْ مِنْهُ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮২(৬). আবু বাকর আন-নাসাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কুকুর পাত্রে মুখ দিলে তা পবিত্র করার জন্য সাতবার ধৌত করতে হবে এবং প্রথমবার মাটি দিয়ে ঘষতে হবে, আর বিড়ালের ক্ষেত্রে একবার বা দুইবার। রাবী কুররা সন্দেহে পতিত হয়েছেন। হাদীসটি সহীহ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا بَكَّارُ بْنُ قُتَيْبَةَ ، وَحَمَّادُ بْنُ الْحَسَنِ ، قَالَا : نَا أَبُو عَاصِمٍ ، نَا قُرَّةُ بْنُ خَالِدٍ ، نَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " طُهُورُ الْإِنَاءِ إِذَا وَلَغَ الْكَلْبُ فِيهِ : يُغْسَلُ سَبْعَ مَرَّاتٍ ، الْأُولَى بِالتُّرَابِ ، وَالْهِرَّةُ : مَرَّةً أَوْ مَرَّتَيْنِ " . قُرَّةُ يَشُكَّ . هَذَا صَحِيحٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮৩(৭). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কুকুর পাত্রে মুখ দিলে, তোমরা তা সাতবার ধৌত করো, সপ্তমবার মাটি দিয়ে। এই বর্ণনাটি অধিকতর সহীহ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، نَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ ، نَا أَبَانٌ ، نَا قَتَادَةُ ؛ أَنَّ مُحَمَّدَ بْنَ سِيرِينَ حَدَّثَهُ ؛ أَنَّ أَبَا هُرَيْرَةَ حَدَّثَهُ ؛ أَنَّ نَبِيَّ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ ، السَّابِعَةُ بِالتُّرَابِ " . وَهَذَا صَحِيحٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮৪(৮). আবু বাকর (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
نَا أَبُو بَكْرٍ ، نَا أَحْمَدُ بْنُ مَنْصُورٍ ، نَا أَبُو غَسَّانَ ، نَا الْحَكَمُ بْنُ عَبْدِ الْمَلِكِ ، عَنْ قَتَادَةَ بِإِسْنَادِهِ ، مِثْلَهُ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮৫(৯)। আবু বাকর(রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এই সনদে আছে, তিনি বলেনঃ প্রথমবার মাটি দিয়ে। হাদীসটি সহীহ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا أَبُو بَكْرٍ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، نَا إِبْرَاهِيمُ بْنُ هَانِئٍ ، نَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ ، نَا سَعِيدُ بْنُ بَشِيرٍ ، عَنْ قَتَادَةَ ، بِإِسْنَادِهِ نَحْوَهُ ، إِلَّا أَنَّهُ قَالَ : الْأُولَى بِالتُّرَابِ . هَذَا صَحِيحٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮৬(১০). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুর পাত্রে মুখ দিলে তোমরা তা সাতবার ধৌত করো, এর প্রথমবার মাটি দিয়ে। হাদীসটি সহীহ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ زِيَادٍ ، نَا يَزِيدُ بْنُ سِنَانٍ ، نَا مُعَاذُ بْنُ هِشَامٍ ، حَدَّثَنِي أَبِي ، عَنْ قَتَادَةَ ، عَنْ خِلَاسٍ ، عَنْ أَبِي رَافِعٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ ، فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ ، أُولَاهُنَّ بِالتُّرَابِ " . هَذَا صَحِيحٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮৭(১১)। আবু বাকর আন-নায়পুরী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মুগাফফাল (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার নির্দেশ দেন, অতঃপর বলেনঃ তাদের ও কুকুরের কি হলো। অতএব তিনি শিকারী কুকুর ও মেষপালের কুকুর পোষার অনুমতি দেন এবং বলেনঃ কুকুর পাত্রে মুখ দিলে তোমরা তা সাতবার ধৌত করো এবং অষ্টমবার মাটিতে ঘষো। হাদীসটি সহীহ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ ، نَا بَهْزُ بْنُ أَسَدٍ ، نَا شُعْبَةُ ، عَنْ أَبِي التَّيَّاحِ ، قَالَ : سَمْعِتُ مُطَرِّفًا ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَمَرَ بِقَتْلِ الْكِلَابِ ثُمَّ قَالَ : " مَا لَهُمْ وَلَهَا " . فَرَخَّصَ فِي كَلْبِ الصَّيْدِ ، وَفِي كَلْبِ الْغَنَمِ ، وَقَالَ : " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ ، وَالثَّامِنَةَ عَفِّرُوهُ فِي التُّرَابِ " . صَحِيحٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮৮(১২). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে যায়েদ আল-হানায়ী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কারো পাত্রে কুকুর মুখ দিলে সে যেন তা সাতবার ধৌত করে, এর মধ্যে একবার মাটি দিয়ে। আল-জারূদ হলেন আবু ইয়াযীদের পুত্র। তিনি মাতরূক (পরিত্যক্ত) রাবী।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ زَيْدٍ الْحِنَّائِيُّ ، نَا مَحْمُودُ بْنُ مُحَمَّدٍ الْمَرْوَزِيُّ ، نَا الْخَضِرُ بْنُ أَصْرَمَ ، نَا الْجَارُودُ ، عَنْ إِسْرَائِيلَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ هُبَيْرَةَ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ ، إِحْدَاهُنَّ بِالْبَطْحَاءِ " . الْجَارُودُ هُوَ ابْنُ يَزِيدَ ، مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৮৯(১৩). জা’ফার ইবনে মুহাম্মাদ ইবনে নাসীর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ কুকুর পাত্রে মুখ দিলে তা তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করতে হবে।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ نُصَيْرٍ ، نَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْمَرِيُّ ، نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الْكَلْبِ يَلَغُ فِي الْإِنَاءِ : أَنَّهُ يَغْسِلُهُ ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৯০(১৪). আবদুল বাকী ইবনে কানে’ (রহঃ) ... ইসমাঈল ইবনে আইয়্যাশ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করতে হবে।
এটা কেবল আবদুল ওয়াহহাব (রহঃ) ইসমাঈল থেকে এককভাবে বর্ণনা করেছেন। তিনি মাতরূক রাবী। অন্যরা হাদীসটি ইসমাঈল থেকে এই সূত্রে বর্ণনা করেন। তাতে আছেঃ তোমরা তা সাতবার ধৌত করো। এই শেষোক্ত বর্ণনাই যথার্থ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، نَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ ، نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، بِهَذَا الْإِسْنَادِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " يُغْسَلُ ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا " . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ ، عَنْ إِسْمَاعِيلَ ، وَهُوَ مَتْرُوكُ الْحَدِيثِ ، وَغَيْرُهُ يَرْوِيهِ عَنْ إِسْمَاعِيلَ بِهَذَا الْإِسْنَادِ : " فَاغْسِلُوهُ سَبْعًا " . وَهُوَ الصَّوَابُ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৯১(১৫). মুহাম্মাদ ইবনে ইসমাঈল আল-ফারিসী (রহঃ) ... ইসমাঈল ইবনে আইয়াশ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা তা সাতবার ধৌত করো। এই কথাই সহীহ এবং হাদীসটিও সহীহ।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
نَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ الْفَارِسِيُّ ، نَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ ، نَا أَبِي ، نَا إِسْمَاعِيلُ ، قَالَ : وَثَنَا بِهِ أَبِي ، نَا أَحْمَدُ بْنُ خَالِدِ بْنِ عَمْرٍو الْحِمْصِيُّ ، نَا أَبِي ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ بِهَذَا الْإِسْنَادِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " فَاغْسِلُوهُ سَبْعَ مَرَّاتٍ " . وَهَذَا هُوَ الصَّحِيحُ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৯২(১৬). আবু বাকর (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কুকুর পাত্রে মুখ দিলে তোমরা তার মধ্যকার জিনিস ফেলে দাও এবং পাত্রটি তিনবার ধৌত করো।
এটি মাওকুফ হাদীস। আবদুল মালেক ব্যতীত আর কেউ আতা (রহঃ) থেকে হাদীসটি এভাবে বর্ণনা করেননি। আল্লাহই ভালো জানেন।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
نَا أَبُو بَكْرٍ ، قَالَ : حَدَّثَنِي عَلِيُّ بْنُ حَرْبٍ ، نَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ . وَثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا سَعْدَانُ بْنُ نَصْرٍ ، ثَنَا إِسْحَاقُ الْأَزْرَقُ ، قَالَا : نَا عَبْدُ الْمَلِكِ ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ فَأَهْرِقْهُ ، ثُمَّ اغْسِلْهُ ثَلَاثَ مَرَّاتٍ . هَذَا مَوْقُوفٌ ، وَلَمْ يَرْوِهِ هَكَذَا غَيْرُ عَبْدِ الْمَلِكِ ، عَنْ عَطَاءٍ . وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে
১৯৩(১৭). মুহাম্মাদ ইবনে নূহ আল-জুনদীশাপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। কুকুর পাত্রে মুখ দিলে তিনি এর মধ্যকার জিনিস ফেলে দিতেন এবং তা তিনবার ধৌত করতেন।
بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ
ثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ الْجُنْدَيْسَابُورِيُّ ، نَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، نَا ابْنُ فُضَيْلٍ ، عَنْ عَبْدِ الْمَلِكِ ، عَنْ عَطَاءٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ كَانَ إِذَا وَلَغَ الْكَلْبُ فِي الْإِنَاءِ أَهْرَاقَهُ ، وَغَسَلَهُ ثَلَاثَ مَرَّاتٍ