হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৭৯

পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে

১৭৯(৩). আল-মুহামিলী (রহঃ)... আবু হুরায়রা (রাঃ) থেকে কুকুর পাত্রের মধ্যে মুখ দেয়ার বিষয়ে বর্ণিত, তিনি বলেন, পাত্রের মধ্যকর বন্ধু ফেলে দিতে হবে এবং পাত্রটি সাতবার ধৌত করতে হবে। হাদীসটি সহীহ কিন্তু মাওকুফ।

بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ

ثَنَا الْمَحَامِلِيُّ ، نَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ، نَا عَارِمٌ ، نَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ أَيُّوبَ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، فِي الْكَلْبِ يَلَغُ فِي الْإِنَاءِ ، قَالَ : يُهْرَاقُ وَيُغْسَلُ سَبْعَ مَرَّاتٍ . صَحِيحٌ مَوْقُوفٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ