হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৯০

পরিচ্ছেদঃ ২২. কুকুর পাত্রের মধ্যে মুখ দিলে

১৯০(১৪). আবদুল বাকী ইবনে কানে’ (রহঃ) ... ইসমাঈল ইবনে আইয়্যাশ (রহঃ) থেকে এই সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার ধৌত করতে হবে।

এটা কেবল আবদুল ওয়াহহাব (রহঃ) ইসমাঈল থেকে এককভাবে বর্ণনা করেছেন। তিনি মাতরূক রাবী। অন্যরা হাদীসটি ইসমাঈল থেকে এই সূত্রে বর্ণনা করেন। তাতে আছেঃ তোমরা তা সাতবার ধৌত করো। এই শেষোক্ত বর্ণনাই যথার্থ।

بَابُ وُلُوغِ الْكَلْبِ فِي الْإِنَاءِ

ثَنَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، نَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ ، نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، بِهَذَا الْإِسْنَادِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، قَالَ : " يُغْسَلُ ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا " . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ ، عَنْ إِسْمَاعِيلَ ، وَهُوَ مَتْرُوكُ الْحَدِيثِ ، وَغَيْرُهُ يَرْوِيهِ عَنْ إِسْمَاعِيلَ بِهَذَا الْإِسْنَادِ : " فَاغْسِلُوهُ سَبْعًا " . وَهُوَ الصَّوَابُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ