পরিচ্ছেদঃ পানি পান করার সময় তাতে ফুঁ দেওয়া মাকরূহ

(৩১২৮) আবূ সাইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় পানকালে তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, পানপাত্রে (যদি) আমি খড়কুটো দেখতে পাই?’ তিনি বললেন, তাহলে তা ঢেলে ফেলে দাও। সে নিবেদন করল, ’এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না।’ তিনি বললেন, তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো।

عَنْ أَبِـيْ سَعِيدٍ الْـخُدْرِي أنَّ النَّبيَّ ﷺ نَهٰـى عَن النَّفْخِ فِي الشَّرَابِ فَقَالَ رَجُلٌ : القَذَاةُ أَرَاهَا فِي الإِنَاءِ ؟ فَقَالَ أَهرِقْهَا قَالَ : إنِّي لاَ أرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ ؟ قَالَ فَأَبِنِ القَدَحَ إِذَاً عَنْ فِيكَ رواه الترمذي وقال حديث حسن صحيح

عن ابـي سعيد الـخدري ان النبي ﷺ نهـى عن النفخ في الشراب فقال رجل : القذاة اراها في الاناء ؟ فقال اهرقها قال : اني لا اروى من نفس واحد ؟ قال فابن القدح اذا عن فيك رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব

পরিচ্ছেদঃ পানি পান করার সময় তাতে ফুঁ দেওয়া মাকরূহ

(৩১২৯) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে বা তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন।

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ النَّبِيَّ ﷺ نَهٰـى أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ رواه الترمذي وقال حديث حسن صحيح

وعن ابن عباس رضي الله عنهما : ان النبي ﷺ نهـى ان يتنفس في الاناء او ينفخ فيه رواه الترمذي وقال حديث حسن صحيح

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে