পরিচ্ছেদঃ পানি পান করার সময় তাতে ফুঁ দেওয়া মাকরূহ
(৩১২৯) ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানপাত্রে নিঃশ্বাস ফেলতে বা তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন।
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنهُمَا : أَنَّ النَّبِيَّ ﷺ نَهٰـى أَنْ يُتَنَفَّسَ فِي الْإِنَاءِ أَوْ يُنْفَخَ فِيهِ رواه الترمذي وقال حديث حسن صحيح
وعن ابن عباس رضي الله عنهما : ان النبي ﷺ نهـى ان يتنفس في الاناء او ينفخ فيه رواه الترمذي وقال حديث حسن صحيح
(তিরমিযী ১৮৮৮, হাসান সহীহ।)
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব