হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৩১২৮

পরিচ্ছেদঃ পানি পান করার সময় তাতে ফুঁ দেওয়া মাকরূহ

(৩১২৮) আবূ সাইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানীয় পানকালে তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন। একটি লোক নিবেদন করল, পানপাত্রে (যদি) আমি খড়কুটো দেখতে পাই?’ তিনি বললেন, তাহলে তা ঢেলে ফেলে দাও। সে নিবেদন করল, ’এক শ্বাসে পানি পান করে আমার তৃপ্তি হয় না।’ তিনি বললেন, তাহলে তুমি পেয়ালা মুখ থেকে দূরে সরিয়ে নিয়ে নিঃশ্বাস গ্রহণ করো।

عَنْ أَبِـيْ سَعِيدٍ الْـخُدْرِي أنَّ النَّبيَّ ﷺ نَهٰـى عَن النَّفْخِ فِي الشَّرَابِ فَقَالَ رَجُلٌ : القَذَاةُ أَرَاهَا فِي الإِنَاءِ ؟ فَقَالَ أَهرِقْهَا قَالَ : إنِّي لاَ أرْوَى مِنْ نَفَسٍ وَاحِدٍ ؟ قَالَ فَأَبِنِ القَدَحَ إِذَاً عَنْ فِيكَ رواه الترمذي وقال حديث حسن صحيح


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ