দেওবন্দ থেকে পাশ করা আলেম/ইমামের পিছনে সালাত আদায় করতে সমস্যা আছে কি?
কেউ কেউ এই ধরনের প্রশ্ন করে থাকেন যে দেওবন্দ থেকে পাশ করা আলেমের পিছনে সালাত আদায় করা যাবে কি না? আসলে সালাত কোন ইমাম বা ব্যাক্তির পিছে আদায় করা যাবে এবং যাবে না সেই বিষয়ে জানাটা আমাদের জন্য বেশি জরুরী। এই ভিডিওটি থেকে এই বিষয়ে জেনে নিন।
রাতে বিতর পড়তে ভুলে গেছি, এখন সকালে কি আমাকে বিতর আদায় করতে হবে?
আমাদের অনেকের হয়ত কখনোবা এমন অবস্থা হয়েছে যে নিয়ত করেছিলাম শেষ রাতে তাহাজ্জুদ পড়ব এরপর বিতর আদায় করব, কিন্তু ভুলে গেছি যে বিতর আদায় করা হয়নি। এখন সকালে যদি মনে পড়ে অথবা ফজরের সালাত শেষে যদি মনে পড়ে যে রাতে বিতর আদায় করা হয়নি তাহলে করণীয় কি?
কখন সাহূ সিজদা সালামের আগে ও কখন পরে দিতে হবে জানতে চাই এবং আমাদের দেশের প্রচলিত পদ্ধতি কি সঠিক?
সাহূ সিজদার সঠিক পদ্ধতি নিয়ে আমাদের অনেকের মধ্যেই সন্দেহ আছে কেননা আমরা জানি রাসূল (সা.) কখনো সালামের আগে আবার কখনোবা সালামের পর সাহূ সিজদা করেছেন। এখন কোন অবস্থায় সালামের আগে আর কোন অবস্থায় সালামের পর সাহু সিজদা করতে হবে সেটা আমাদের অনেকের কাছেই স্পষ্ট নয়, এছাড়া আমাদের দেশে প্রচলিত ভাবে এক দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদা দিয়ে আবার নতুন করে তাশাহুদ পড়ে এরপর সালাম ফেরানো হয়। সব কটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত এই ভিডিওটি ইন-শা-আল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর দিবে।
সূরা ফাতিহা পড়ে অন্য সূরা পড়ার সময় কিছু অংশ ভুল পড়ে ফেলেছি এতে কি সাহূ সিজদা দিতে হবে?
অনেক সময় এটা আমাদের অনেকেরই হয়ত হয়ে থাকে যে সালাতে সূরা ফাতিহা পড়ার পর অন্য সূরা পড়ার সময় কোন এক লাইন মাঝে ছুটে গেছে বা কোন আয়াত ভুল পড়ে ফেলেছি। এখন এই ভুলের জন্য সাহু সিজদা দিতে হবে কি?
আসুন ছোট এই ভিডিওটি থেকে জেনে নিই করণীয় কি।
বিতর সালাতে দুয়া কুনুত পাঠ করা বাধ্যতামূলক কি?
বিতর সালাতে দুয়া কুনুত পাঠ করা বাধ্যতামূলক কি না এটি নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন রয়েছে। অনেকের বা হয়ত কুনুত মুখস্ত নেই, তাই কেউ কেউ ৩ বার সূরা এখলাস পাঠ করে থাকেন কুনুতের পরিবর্তে। এগুলি আদৌ সঠিক কি না আসুন ছোট্ট এই ভিডিওটি থেকে জেনে নিই।
নামাজের সিজদায় সাইয়েদুল ইস্তেগফার পড়া যাবে কি?
আমরা অনেকেই জানি যে সালাতের মধ্যে বিশেষ করে সিজদায় দুয়া করা যায় কেননা সিজদায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। আমরা সালাতের সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে দুয়া করব এবং কোন কোন ধরনের দুয়া করতে পারব, আর কেন দুয়া করব সেটি জানার জন্য এই ভিডিওটি দেখুন।