দেওবন্দ থেকে পাশ করা আলেম/ইমামের পিছনে সালাত আদায় করতে সমস্যা আছে কি?
কেউ কেউ এই ধরনের প্রশ্ন করে থাকেন যে দেওবন্দ থেকে পাশ করা আলেমের পিছনে সালাত আদায় করা যাবে কি না? আসলে সালাত কোন ইমাম বা ব্যাক্তির পিছে আদায় করা যাবে এবং যাবে না সেই বিষয়ে জানাটা আমাদের জন্য বেশি জরুরী। এই ভিডিওটি থেকে এই বিষয়ে জেনে নিন।