ভিডিওটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
কখন সাহূ সিজদা সালামের আগে ও কখন পরে দিতে হবে জানতে চাই এবং আমাদের দেশের প্রচলিত পদ্ধতি কি সঠিক?
সাহূ সিজদার সঠিক পদ্ধতি নিয়ে আমাদের অনেকের মধ্যেই সন্দেহ আছে কেননা আমরা জানি রাসূল (সা.) কখনো সালামের আগে আবার কখনোবা সালামের পর সাহূ সিজদা করেছেন। এখন কোন অবস্থায় সালামের আগে আর কোন অবস্থায় সালামের পর সাহু সিজদা করতে হবে সেটা আমাদের অনেকের কাছেই স্পষ্ট নয়, এছাড়া আমাদের দেশে প্রচলিত ভাবে এক দিকে সালাম ফিরিয়ে দুটি সিজদা দিয়ে আবার নতুন করে তাশাহুদ পড়ে এরপর সালাম ফেরানো হয়। সব কটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত এই ভিডিওটি ইন-শা-আল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর দিবে।
সাইফুদ্দিন বেলাল মাদানি