৭৯:১১ ءَ اِذَا كُنَّا عِظَامًا نَّخِرَۃً ﴿ؕ۱۱﴾
ء اذا كنا عظاما نخرۃ ﴿۱۱﴾
যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’? আল-বায়ান
আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’ তাইসিরুল
গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও? মুজিবুর রহমান
Even if we should be decayed bones? Sahih International
১১. চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?
-
তাফসীরে জাকারিয়া১১। জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’ [1]
[1] এটি কিয়ামতকে অস্বীকার করার আরো অধিক তাকীদ যে, ‘আমরা কেমন করে জীবিত হব? অথচ আমাদের হাড় পচে-গলে জীর্ণ হয়ে যাবে!’
তাফসীরে আহসানুল বায়ান