কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | سورة النازعات - আয়াত নং - ১১ - মাক্কী

৭৯ : ১১ ءَ اِذَا كُنَّا عِظَامًا نَّخِرَۃً ﴿ؕ۱۱﴾

যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’? আল-বায়ান

আমরা যখন পচা-গলা হাড় হয়ে যাব (তখনও)?’ তাইসিরুল

গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও? মুজিবুর রহমান

Even if we should be decayed bones? Sahih International

১১. চূৰ্ণবিচূর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?

-

তাফসীরে জাকারিয়া

১১। জীর্ণ অস্থিতে পরিণত হওয়ার পরও?’ [1]

[1] এটি কিয়ামতকে অস্বীকার করার আরো অধিক তাকীদ যে, ‘আমরা কেমন করে জীবিত হব? অথচ আমাদের হাড় পচে-গলে জীর্ণ হয়ে যাবে!’

তাফসীরে আহসানুল বায়ান