২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | سورة الشعراء - আয়াতঃ ১০৫
২৬:১০৫ كَذَّبَتۡ قَوۡمُ نُوۡحِۣ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۰۵﴾ۚۖ
كذبت قوم نوح المرسلین ﴿۱۰۵﴾

নূহ-এর কওম রাসূলদেরকে অস্বীকার করেছিল। আল-বায়ান

নূহের কওম রসুলগণকে মিথ্যে ব’লে প্রত্যাখান করেছিল। তাইসিরুল

নূহের সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল। মুজিবুর রহমান

The people of Noah denied the messengers Sahih International

১০৫. নূহের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করেছিল।

-

তাফসীরে জাকারিয়া

(১০৫) নূহের সম্প্রদায় রসূলগণকে মিথ্যা মনে করেছিল। [1]

[1] নূহ (আঃ)-এর জাতি যদিও শুধুমাত্র নূহ (আঃ)-কেই মিথ্যাবাদী মনে করেছিল, কিন্তু একজন নবীকে মিথ্যা ভাবা সকল নবীকে মিথ্যা ভাবার সমান। সেই জন্যই বলা হয়েছে নূহের সম্প্রদায় রসূলগণকে মিথ্যা মনে করেছিল।

তাফসীরে আহসানুল বায়ান