পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা
১০৭৯(১৩). আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে জাফার আল-জাওযী (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। সে তার ডান হাতের উপর তার বাম হাত রেখেছিল ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত।
بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ الْجَوْزِيُّ ، ثَنَا مُضَرُ بْنُ مُحَمَّدٍ ، نَا يَحْيَى بْنُ مَعِينٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ الْوَاسِطِيُّ ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَبِي زَيْنَبَ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ جَابِرٍ ، قَالَ : " مَرَّ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِرَجُلٍ وَضَعَ شِمَالَهُ عَلَى يَمِينِهِ ..... " مِثْلَهُ
حدثنا احمد بن محمد بن جعفر الجوزي ، ثنا مضر بن محمد ، نا يحيى بن معين ، ثنا محمد بن الحسن الواسطي ، عن الحجاج بن ابي زينب ، عن ابي سفيان ، عن جابر ، قال : " مر رسول الله - صلى الله عليه وسلم - برجل وضع شماله على يمينه ..... " مثله
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)