১০৮০

পরিচ্ছেদঃ ২৭. নামাযের মধ্যে ডান হাত দিয়ে বাম হাত ধরা

১০৮০(১৪). ইবনে সায়েদ (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নিকট দিয়ে গেলেন। তখন তিনি তার ডান হাতের উপর তার বাম হাত রেখে নামায পড়ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত ধরে তা তার বাম হাতের উপর রাখেন।

بَابٌ فِي أَخْذِ الشِّمَالِ بِالْيَمِينِ فِي الصَّلَاةِ

وَذَكَرَهُ ابْنُ صَاعِدٍ قَالَ : حَدَّثَنَا عَمَّارُ بْنُ خَالِدٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ الْوَاسِطِيُّ ، عَنِ الْحَجَّاجِ بْنِ أَبِي زَيْنَبَ ، عَنْ أَبِي عُثْمَانَ ، عَنِ ابْنِ مَسْعُودٍ ، قَالَ : " مَرَّ بِهِ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَهُوَ يُصَلِّي وَاضِعٌ شِمَالَهُ عَلَى يَمِينِهِ ، فَأَخَذَ بِيَمِينِهِ فَجَعَلَهَا عَلَى شِمَالِهِ

وذكره ابن صاعد قال : حدثنا عمار بن خالد ، ثنا محمد بن يزيد الواسطي ، عن الحجاج بن ابي زينب ، عن ابي عثمان ، عن ابن مسعود ، قال : " مر به النبي - صلى الله عليه وسلم - وهو يصلي واضع شماله على يمينه ، فاخذ بيمينه فجعلها على شماله

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)