৫৬৯

পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে

৫৬৯(৩৯). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... ইয়াহ্ইয়া (রহঃ) থেকে তার সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। ছাওবান (রাঃ) বলেন, তিনি সত্য বলেছেন এবং আমি তাঁর উযুর পানি ঢেলে দিয়েছি।

بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ جَنَّادٍ ، نَا أَبُو مَعْمَرٍ ، نَا عَبْدُ الْوَارِثِ ، نَا حُسَيْنٌ ، عَنْ يَحْيَى ، بِإِسْنَادِهِ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - نَحْوَهُ . قَالَ ثَوْبَانُ : " صَدَقَ ، أَنَا صَبَبْتُ عَلَيْهِ وَضُوءَهُ

حدثنا علي بن محمد المصري ، نا محمد بن ابراهيم بن جناد ، نا ابو معمر ، نا عبد الوارث ، نا حسين ، عن يحيى ، باسناده ، عن النبي - صلى الله عليه وسلم - نحوه . قال ثوبان : " صدق ، انا صببت عليه وضوءه

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইয়াহইয়া (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)