পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট
২০৫(১২). আল-মুহামিলী (রহঃ) ... ইবনে উফাইর (রহঃ) থেকে তার সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ মাওকুফ হিসাবে বর্ণিত হয়েছে।
بَابُ سُؤْرِ الْهِرَّةِ
ثَنَا الْمَحَامِلِيُّ ، نَا الصَّاغَانِيُّ ، نَا ابْنُ عُفَيْرٍ بِإِسْنَادِهِ مِثْلَهُ ، مَوْقُوفًا
ثنا المحاملي ، نا الصاغاني ، نا ابن عفير باسناده مثله ، موقوفا
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইবনে উফাইর (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)