২০৪

পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট

২০৪(১১). আলী ইবনে মুহাম্মাদ আল-মিসরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বিড়াল পাত্রে মুখ দিলে তা ধৌত করতে হবে, যেমন কুকুর পাত্রে মুখ দিলে তা ধৌত করতে হয়।

হাদীসটি মারফুরূপে বর্ণিত হওয়ার বিষয়টি প্রমাণিত নয়। এটি আবু হুরায়রা (রাঃ)-এর উক্তি হওয়াই যথার্থ এবং তার থেকে এটি বর্ণনায় রাবীদের মতানৈক্য হয়েছে।

بَابُ سُؤْرِ الْهِرَّةِ

ثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْمِصْرِيُّ ، نَا رَوْحُ بْنُ الْفَرَجِ ، نَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ ، نَا يَحْيَى بْنُ أَيُّوبَ ، عَنِ ابْنِ جُرَيْجٍ ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " يُغْسَلُ الْإِنَاءُ مِنَ الْهِرِّ كَمَا يُغْسَلُ مِنَ الْكَلْبِ " . قَالَ : الشَّيْخُ لَا يَثْبُتُ هَذَا مَرْفُوعًا ، وَالْمَحْفُوظُ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ، وَاخْتُلِفَ عَنْهُ

ثنا علي بن محمد المصري ، نا روح بن الفرج ، نا سعيد بن عفير ، نا يحيى بن ايوب ، عن ابن جريج ، عن عمرو بن دينار ، عن ابي صالح ، عن ابي هريرة ، قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : " يغسل الاناء من الهر كما يغسل من الكلب " . قال : الشيخ لا يثبت هذا مرفوعا ، والمحفوظ من قول ابي هريرة ، واختلف عنه

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)