পরিচ্ছেদঃ ৮৮. অধিক সময় হায়েয হওয়া প্রসঙ্গে যা বর্ণিত হয়েছে
৮৫৬. হাসান রাহি. হতে বর্ণিত, তিনি বলেন: হায়েযের মেয়াদ দশদিন। এরচেয়ে বেশি দিন যাবত রক্তস্রাব হলে সে ইসতিহাযাগ্রস্ত মহিলা।[1]
بَابُ: مَا جَاءَ فِي أَكْثَرِ الْحَيْضِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الرَّبِيعِ عَنْ الْحَسَنِ قَالَ الْحَيْضُ عَشْرٌ فَمَا زَادَ فَهِيَ مُسْتَحَاضَةٌ
إسناده حسن
اخبرنا محمد بن يوسف حدثنا سفيان عن الربيع عن الحسن قال الحيض عشر فما زاد فهي مستحاضة
اسناده حسن
[1] তাহক্বীক্ব: এর সনদ হাসান।
তাখরীজ: আব্দুর রাযযাক নং ১১৫১ হাসান সনদে।
তাখরীজ: আব্দুর রাযযাক নং ১১৫১ হাসান সনদে।
হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ হাসান বাসরী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)