পরিচ্ছেদঃ ৮৫. যিনি বলেন, (ইসতিহাযাগ্রস্ত মহিলা) যুহর হতে (পরদিন) যুহর পর্যন্ত (একবার) গোসল করবে, স্বামীর সাথে মিলিত হবে এবং সিয়াম পালন করবে
৮৩৬. হাসান ও আতা’ রাহি. হতে এর অনুরূপ বর্ণিত হয়েছে।[1]
بَابُ مَنْ قَالَ تَغْتَسِلُ مِنَ الظُّهْرِ إِلَى الظُّهْرِ، وَتُجَامِعُ وَتَصُومُ
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَبَّادِ بْنِ مَنْصُورٍ عَنْ الْحَسَنِ وَعَطَاءٍ مِثْلَ ذَلِكَ
إسناده ضعيف لضعف عباد بن منصور
حدثنا حجاج بن منهال حدثنا حماد عن عباد بن منصور عن الحسن وعطاء مثل ذلك
اسناده ضعيف لضعف عباد بن منصور
[1] তাহক্বীক্ব: এর সনদ যয়ীফ, কেননা, আব্বাস ইবনু মানসুর যয়ীফ।
তাখরীজ: আবু দাউদ তার সুনানের ১/২১২ তে বলেন: এটি সালিম ইবনু আব্দুল্লাহ, হাসান ও আতা’র বক্তব্য।
তাখরীজ: আবু দাউদ তার সুনানের ১/২১২ তে বলেন: এটি সালিম ইবনু আব্দুল্লাহ, হাসান ও আতা’র বক্তব্য।
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ হাসান বাসরী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)