পরিচ্ছেদঃ চাষাবাদের মাহাত্ম্য
(২৫২৪) রাফে’ বিন খাদীজ (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের জমি তাদের অনুমতি ছাড়া চাষ করবে, সে কেবল চাষের খরচ পাবে এবং জমির ফসলের কোন ভাগ পাবে না।
عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ زَرَعَ فِى أَرْضِ قَوْمٍ بِغَيْرِ إِذْنِهِمْ فَلَيْسَ لَهُ مِنَ الزَّرْعِ شَىْءٌ وَلَهُ نَفَقَتُهُ
عن رافع بن خديج قال قال رسول الله ﷺ من زرع فى ارض قوم بغير اذنهم فليس له من الزرع شىء وله نفقته
(আহমাদ ১৫৮২১, আবূ দাঊদ ৩৪০৫, তিরমিযী ১৩৬৬, ইবনে মাজাহ ২৪৬৬, সহীহুল জামে’ ৬২৭২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ রাফি ইবনু খাদীজ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন