পরিচ্ছেদঃ চাষাবাদের মাহাত্ম্য
(২৫২৫) আব্দুল্লাহ বিন হুবশী (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি (খামোখা) কোন কুল গাছ কেটে ফেলবে (যে গাছের নিচে মুসাফির বা পশু-পক্ষী ছায়া গ্রহণ করত), সে ব্যক্তির মাথাকে আল্লাহ সোজা জাহান্নামে নিক্ষেপ করবেন।
عَنْ عَبْدِ اللهِ بْنِ حُبْشِىٍّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ قَطَعَ سِدْرَةً صَوَّبَ اللهُ رَأْسَهُ فِى النَّارِ
عن عبد الله بن حبشى قال قال رسول الله ﷺ من قطع سدرة صوب الله راسه فى النار
(আবূ দাঊদ ৫২৪১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন