পরিচ্ছেদঃ চাষাবাদের মাহাত্ম্য
(২৫২৩) ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি ভাগচাষে দিতে নিষেধ করেননি। আসলে তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু নেওয়ার বিনিময়ে মুসলিম ভাইকে জমি চাষ করতে দেওয়ার চাইতে, তাকে বিনিময় ছাড়া চাষ করে খেতে দেওয়া উত্তম।
عن ابن عَبَّاسٍ قال: أَنَّ النَّبِىَّ ﷺ لَمْ يَنْهَ عَن المخابرة، إِنَّمَا قَالَ يَمْنَحُ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا
عن ابن عباس قال: ان النبى ﷺ لم ينه عن المخابرة، انما قال يمنح احدكم اخاه خير له من ان ياخذ عليها خرجا معلوما
(মুসলিম ৪০৩৯-৪০৪০)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৩/ বাণিজ্য ও উপার্জন