হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২৫২৩
পরিচ্ছেদঃ চাষাবাদের মাহাত্ম্য
(২৫২৩) ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি ভাগচাষে দিতে নিষেধ করেননি। আসলে তিনি বলেছেন, নির্দিষ্ট কিছু নেওয়ার বিনিময়ে মুসলিম ভাইকে জমি চাষ করতে দেওয়ার চাইতে, তাকে বিনিময় ছাড়া চাষ করে খেতে দেওয়া উত্তম।
(মুসলিম ৪০৩৯-৪০৪০)
عن ابن عَبَّاسٍ قال: أَنَّ النَّبِىَّ ﷺ لَمْ يَنْهَ عَن المخابرة، إِنَّمَا قَالَ يَمْنَحُ أَحَدُكُمْ أَخَاهُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَأْخُذَ عَلَيْهَا خَرْجًا مَعْلُومًا