পরিচ্ছেদঃ গল্প বলা
(২৩২৫) আওফ বিন মালেক আশজায়ী (রাঃ) বলেন, আমি শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তিই গল্প করে; আমীর (নেতা) অথবা আদিষ্ট অথবা অহংকারী ব্যক্তি।
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الأَشْجَعِىِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُوْلُ لاَ يَقُصُّ إِلاَّ أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُخْتَالٌ
عن عوف بن مالك الاشجعى قال سمعت رسول الله ﷺ يقول لا يقص الا امير او مامور او مختال
(আবূ দাঊদ ৩৬৬৭, সহিহুল জামে‘ হা/৭৭৫৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আউফ ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী