পরিচ্ছেদঃ গান-বাজনা ও নাচ
(২৩১৬) হাসান বাসরী (রঃ) বলেন, ঢোলক মুসলিমদের ব্যবহার্য নয়। আব্দুল্লাহ বিন মাসঊদের সহচরগণ ঢোলক দেখলে ভেঙ্গে ফেলতেন।
عَنِ الْـحَسَنِ قَالَ : لَيْسَ الدُّفُوْفُ مِنْ أَمْرِ الْـمُسْلِمِيْنَ فِيْ شَيْءٍ وَأَصْحَابُ عَبْدِ اللهِ كَانُوا يُشَقِّقُوْنَهَا
عن الـحسن قال : ليس الدفوف من امر الـمسلمين في شيء واصحاب عبد الله كانوا يشققونها
(দেখুন, তাহরীমু আলাতুত ত্বারব, আলবানী ১০৩-১০৪ পৃঃ)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হাসান বাসরী (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী