১৪৮

পরিচ্ছেদঃ

১৪৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি উত্তরাধিকারসূত্রে অভিভাবকত্ব লাভ করে, সে সম্পত্তিও উত্তরাধিকার সূত্রে লাভ করবে।[1]

[ইবনু মাজাহ, তিরমিযী, দেখুন হাদীস ৩২৪, মুসনাদ আহমাদ]

وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَرِثُ الْمَالَ مَنْ يَرِثُ الْوَلاءَ

وقال رسول الله صلى الله عليه وسلم: يرث المال من يرث الولاء

হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
মুসনাদে আহমাদ
মুসনাদে উমার ইবনুল খাত্তাব (রাঃ) [উমারের বর্ণিত হাদীস] (مسند عمر بن الخطاب)