৬৩

পরিচ্ছেদঃ ৪. পানির কূপে জীব-জন্তু পতিত হলে

৬৩(৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... ইবরাহীম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলতেন, কূপের ভেতর প্রবহমান রক্তধারী প্রাণী পড়ে মারা গেলে তার পানি দিয়ে উযু করা যাবে না। তবে ক্ষুদ্র কালো পোকা, বিছা, ফড়িং বা অনুরূপ কীট-পতঙ্গ কূপে পড়ে মারা গেলে তার পানি দিয়ে উযু করা যাবে, তাতে কোন আপত্তি নেই। শু’বা (রহঃ) বলেন, আমার ধারণামতে, তিনি গিরগিটির কথাও বলেছেন।

بَابُ الْبِئْرِ إِذَا وَقَعَ فِيهَا حَيَوَانٌ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ ، نَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، نَا شُعْبَةُ ، عَنْ مُغِيرَةَ ، عَنْ إِبْرَاهِيمَ ، أَنَّهُ كَانَ يَقُولُ كُلُّ نَفْسٍ سَائِلَةٍ لَا يُتَوَضَّأُ مِنْهَا ، وَلَكِنْ رُخِّصَ فِي الْخُنْفَسَاءِ وَالْعَقْرَبِ وَالْجَرَادِ وَالْجُدْجُدِ ؛ إِذَا وَقَعْنَ فِي الرِّكَاءِ فَلَا بَأْسَ بِهِ ، قَالَ : شُعْبَةُ : وَأَظُنُّهُ قَدْ ذَكَرَ الْوَزَغَةَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ