পরিচ্ছেদঃ ৪. পানির কূপে জীব-জন্তু পতিত হলে
৬২(২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ (রহঃ) ... আবুত-তুফাইল (রাঃ) থেকে বর্ণিত। একটি ক্রীতদাস যমযম কূপের ভেতর পতিত হয়ে মারা গেলে কূপের সমস্ত পানি নিষ্কাশন করা হলো।
بَابُ الْبِئْرِ إِذَا وَقَعَ فِيهَا حَيَوَانٌ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ ، نَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، نَا قَبِيصَةُ ، نَا سُفْيَانُ ، عَنْ جَابِرٍ ، عَنْ أَبِي الطُّفَيْلِ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ غُلَامًا وَقَعَ فِي بِئْرِ زَمْزَمَ فَنُزِحَتْ
حدثنا عبد الله بن محمد ، نا العباس بن محمد ، نا قبيصة ، نا سفيان ، عن جابر ، عن ابي الطفيل رضي الله عنه : ان غلاما وقع في بىر زمزم فنزحت
হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবুত্ব তুফায়ল (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
১. পবিত্রতা (كتاب الطهارة)