কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
২১৩৫
পরিচ্ছেদঃ শয়তান, পশু ও কাফেরদের অনুকরণ করা নিষেধ
(২১৩৫) সাহাবী হুযাইফাহ বিন আল-ইয়ামান (রাঃ) বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূববর্তী জাতির পথের অনুসরণ করবে জুতার পরিমাপের মত (পুরাপুরি খাপে-খাপে), তোমরা পথ ভুল করবে না এবং তারাও তোমাদেরকে (সঙ্গে করতে) ভুল করবে না। এমনকি তারা যদি সুষ্ক অথবা নরম পায়খানা খায় তাহলে তোমরাও তা (তাদের অনুসরণে ’নিউ ফ্যাশন’ মনে করে) খাবে!
(আল-বিদাউ অন্নাহয়্যু আনহা, ইবনে অযযাহ্ ৭১পৃঃ, তানাবীহ উলিল আবসার ১৭২ পৃঃ)
-