পরিচ্ছেদঃ শয়তান, পশু ও কাফেরদের অনুকরণ করা নিষেধ
(২১৩৪) মুসতাওরিদ (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী জাতির সকল আচরণ এই উম্মত গ্রহণ করে নেবে।
عَنِ المُسْتَوْرِدِ بْنِ شَدَّادٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قال لاَ تَتَرُكُ هذِهِ الأُمَّةُ شيْئاً مِنْ سُنَنِ الأَوَّلِينَ حَتّٰـى تَأْتِيَهُ
عن المستورد بن شداد ان رسول الله ﷺ قال لا تترك هذه الامة شيىا من سنن الاولين حتـى تاتيه
(ত্বাবারানীর আওসাত্ব ৩১৩, সহীহুল জামে’ ৭২১৯)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মুসতাওরিদ ইবনু শাদ্দাদ (রা.)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী