১৮৯৬

পরিচ্ছেদঃ ফিতনা-ফাসাদের সময় ইবাদাত করার ফযীলত

(১৮৯৬) মা’ক্বিল ইবনে য়্যাসার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা-ফাসাদের সময় ইবাদত-বন্দেগী করা, আমার দিকে ’হিজরত’ করার সমতুল্য। (মুসলিম ৭৫৮৮, মিশকাত ৫৩৯১)

عَن مَعْقِلِ بنِ يَسَارٍ رَضِيَ اللهُ عَنْهُما قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ العِبَادَةُ في الهَرْجِ كَهِجْرَةٍ إِليَّ رواه مسلم


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ