হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১০০৬

পরিচ্ছেদঃ ১০. জিবরীল (আ.) এর ইমামতি

১০০৬(২৩). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... মুজাহিদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, বলা হতো, নামাযের প্রথম ওয়াক্ত ও শেষ ওয়াক্ত আছে, তারপর এই হাদীস বর্ণনা করেন। এটা ইবনে ফুদায়েলের উক্তির চেয়ে অধিক সহীহ। যায়েদা (রহঃ) আবছার ইবনুল কাসেমের অনুসরণ করেছেন।

بَابُ إِمَامَةِ جِبْرِيلَ

نَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، ثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ النَّضْرِ ، ثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ، نَا زَائِدَةُ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ مُجَاهِدٍ ، قَالَ : " كَانَ يُقَالُ : إِنَّ لِلصَّلَاةِ أَوَّلًا وَآخِرًا .... " . ثُمَّ ذَكَرَ هَذَا الْحَدِيثَ ، وَهُوَ أَصَحُّ مِنْ قَوْلِ ابْنِ فُضَيْلٍ ، وَقَدْ تَابَعَ زَائِدَةَ عَبْثَرُ بْنُ الْقَاسِمِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ মুজাহিদ (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ